Monday 22 July 2019

Sahbe Bibi Golam: Mon Bhalo Nei

চলচ্চিত্র - সাহেব বিবি গোলাম
গায়ক/সংগীত - অনুপম রায়
গীতিকার - অনুপম রায়
গল্পকার/নির্দেশক: প্রতিম দাসগুপ্ত


কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলায়, সব অচল (x2)

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চক

খবর আসে, বারো মাসে
তের ভাবে, ছোঁয়া যায়
বেঁচে ওঠে, সেই সকালে
গাছের পাতা, ভরসা পায়

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে 
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক।

1 comment: