Friday 17 July 2015

Rupam Islam - Cholo Aaj Dekhbo tomar

চল আজ দেখব তোমার বাড়ি
চল আজ দেখব তোমার ঘর
লা লা লা লা
চল আজ চিনব আবার জীবন
চল আজ অনেক দিনের পর...
লা লা লা লা
চল আজ দেখব তোমার বাড়ি
চল আজ দেখব তোমার ঘর
লা লা লা লা
চল আজ চিনব আবার জীবন
চল আজ অনেক দিনের পর...
লা লা লা লা

চল দিই অনেক পথের পারি
ফেলে যাই অতীতের শহর...
শহরেই মৃত্যু আসবে জানি
অবশ্য জীবন চেনার পর
চল দিই অনেক পথের পারি
ফেলে যাই অতীতের শহর...
শহরেই মৃত্যু আসবে জানি
অবশ্য জীবন চেনার পর
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল...
লা লা লা লা

চল আজ কিনব স্বাধীনতা
ঝড়িয়ে অনেক চোখের জল...
লা লা লা লা

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**



বলনি কোথায় তুমি থাক
বলনি কোথায় তোমার বাস
বলেছ অনেক কালো রাখ
সে ঘরে অনেক লীলাকাশ...
জানই তো আকাশ প্রেমিক আমি
আকাশকে স্পর্শ করতে বাঁচায়
আমারি গিটার চিৎকার
কতদিন সইবে গুমোট খাঁচা
চল সেই স্টেশন কোথায় স্টেশন
খুজে নিই ছুটির প্ল্যাটফর্ম
লা লা লা লা
লাগেজের হ্যাঙ্গাম নেই কোনো
আমি আজ একা একদম...
লা লা লা লা
চল সেই স্টেশন কোথায় স্টেশন
খুজে নেই ছুটির প্ল্যাটফর্ম
লা লা লা লা
লাগেজের হ্যাঙ্গাম নেই কোনো
আমি আজ একা একদম...
লা লা লা লা
না না না গিটার আছে সাথে
আর আছে গিটারে সাত সুর
সুর আমার সঙ্গে সঙ্গে যাবে
আপত্তি করনা বন্ধু...
চল দিই অনেক পথের পাড়ি
ফেলে যাই অতীতের শহর...
শহরে মৃত্যু আসবে জানি
অবশ্য ফিরে আসার পর
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল...
লা লা লা লা
চল আজ কিনব স্বাধীনতা
ঝড়িয়ে অনেক চোখের জল...
লা লা লা লা

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

Ruupam Islam - Swapno Vangar

স্বপ্ন ভাঙ্গার পৃথিবীতে
স্বপ্ন হয়ে এলে তুমি
স্বপ্ন দেখার, স্বপ্ন একার
বদলে দিলে তুমি।

মায়াবলে হোক না চলে
ঢেকে দিলে স্বাধীন আকাশ
স্বাধীনতা মিথ্যেকথা
আমার রক্তে হাসে ক্রীতদাস।

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

রাত্রি তোমার রাত্রি আমার
মিলে মিশে হয় একাকার
রাত্রি ডাকে, স্বপ্ন ডাকে
স্বপ্ন ঢাকে সব অন্ধকার
দেখ দেওয়াল ছবি আকে। 

জেগে উঠে চুপি চুপি
সুখি সময় বোবা হলে
বলবে কথা শিলা লিপি
কালকে সকাল মেঘলা হবে
বৃষ্টি হবে স্বপ্ন আমার 
সত্যি হলে।
কেউ গেছে বলে। 

মায়াবলে হোক না চলে
ঢেকে দিলে স্বাধীন আকাশ
স্বাধীনতা মিথ্যেকথা
আমার রক্তে ভাসে ক্রীতদাস।
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

Rupam Islam - Tobu Dur Akasher Chand Hashe

তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে...
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবে
পেলে তোমাকে শুধু তোমাকে...

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপরে কি হল তা জানি না...
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না...

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপরে কি হল তা জানি না...
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না...

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে...
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে...

তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে...
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে...

তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে...
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে...

Rupam Islam - Ami Tomar Chokher Kalo Chai

আমি তোমায় চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধুসর বিকেল

আমি তোমায় চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধুসর বিকেল

কালো রাস্তাও রং হারায় ধুসর ধোঁয়ায়

কিছু শরীর কথা বলে যায়
কোনো গভীর রাতের ইশারায়
আমি একলা জেগে শয্যায় ... শরশয্যায়
মন ঘুমায়ে তোমার কোলে হায়


আমি তোমার হাতের ছোঁয়া চাই
আর আমার নির্লজ্জতাই
খোঁজে শুধু তোমার আবরণ ... এনে দাও শিহরণ
করি তোমাতে মৃত্যু নেশায়

আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বল আমার এমন চাহিদায় কি মন দেওয়া যায়?
জীবন দেওয়া যায়?

আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বল আমার এমন চাহিদায় কি মন দেওয়া যায়?
জীবন দেওয়া যায়?
হৃদয় দেওয়া যায়?
শরীর দেওয়া যায়?
না না না না না না না না না না না
না না না না না না না না না
না না না না না না
না না না না

আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাত হঠতকারিতায় ... চিনি না তোমায়

আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাত হঠতকারিতায় ... চিনি না তোমায়
অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়।

Rupam Islam - Komlo Megheder Ojon

কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে

বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
অস্রু বিভোর তবু জানেনা কেন সে কাঁদে

কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোজে আমাকে

লা লা লা লা...

ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হো হো হো হো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়

ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হো হো হো হো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়

ওকে লাগে ভয় আমার,
কাছে গিয়ে কেন আবার আসি ফিরে, শিক্ত শরীরে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে

কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোজে আমাকে

লা লা লা লা, লা লা লা লা
লা লা লা লা, লা লা লা লা...

Rupam Islam - Neel rong chilo vison priyo

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজ-এর ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়

নীল রং ছিল ভীষণ প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিয়
মনে পরে কি সেদিন বলেছিলাম তোমায়

আজ নীল রং-এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেয়ার আকাল
নীল বাতাসে বেনীল ভেজাল ভেসে বেড়ায়

আহ হা হা হা...
যেতে দাও সে দিনের মত
আহ হা হা হা...
পেতে দাও সে দিনের ক্ষত
আহ হা হা হা...
নীল শরীরে তোমায় ছোব
আহ হা হা হা...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহ হা হা হা...
যেখানে সব বেড়া ভেঙ্গে যায়
আহ হা হা হা...
সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজও সেই দুরের তলব
বন্ধ ঘরে সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক...দেয় ডাক

শুনি আজও সেই দুরের তলব
বন্ধ ঘরে সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক...দেয় ডাক

ঝকঝকে রোদ এ কংক্রীট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীর
অস্থির মন অজান্তে স্থির, বলে আজ থাক

নীল রং ছিল ভীষণ প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিয়
মনে পরে কি সেদিন বলেছিলাম তোমায়

আজ নীল রং-এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেয়ার আকাল
নীল বাতাসে বেনীল ভেজাল ভেসে বেড়ায়

আহ হা হা হা...
যেতে দাও সে দিনের মত
আহ হা হা হা...
পেতে দাও সে দিনের ক্ষত
আহ হা হা হা...
নীল শরীরে তোমায় ছোব
আহ হা হা হা...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহ হা হা হা...
যেখানে সব বেড়া ভেঙ্গে যায়
আহ হা হা হা...
সেই দূর পাহাড়ের নীলিমায়

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়