Wednesday 20 November 2019

Free Zone Rupam Islam Bengali Remix

কোনো কোনো রাতে Anti-Climax ভেঙে যেতে পারে জলপ্রপাতের বাঁধ,
যে জল শাকচাপা দিয়ে লুকোছাপা করে রেখেছে তোমার দৈনিক সংবাদ।
কোনো কোনো ভোরে Anti-Christ-এর জানালায় বসে চোখ মোছে মরিয়ম,
ফেলে আসা পোড়ো গির্জার ঘন্টায় বিপজ্জনক বাঁক নেয় সংযম।

আমিও তাই, বেড়িয়ে যাই।
সঙ্গী আমার, এই কাল রাত্রিটাই।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

কোনো কোনো রাতে Anti-Climax ভেঙে যেতে পারে জলপ্রপাতের বাঁধ,
যে জল শাকচাপা দিয়ে লুকোছাপা করে রেখেছে তোমার দৈনিক সংবাদ।
কোনো কোনো ভোরে Anti-Christ-এর জানালায় বসে চোখ মোছে মরিয়ম,
ফেলে আসা পোড়ো গির্জার ঘন্টায় বিপজ্জনক বাঁক নেয় সংযম।

বহু দিনরাত কত ফুটপাথ জুড়ে উৎপাত করে ভিতু রাষ্ট্রের চর।
Blackmail-এর জবাবে পাটকেল দেবো ভক্তিপূর্ণ লাল-গাল থাপ্পর।
তারপর আমায় ধরতে Moral-Police এলে বলে দিস আমি বাড়ি বসে নেই।
Vote-এ হেরে জিতে গেছি বিবেকের কোর্টে রাজ-অভিষেক জামানত জব্দেই।

ছাপমারা দলে বলবান বেশী বলে জায়গা হল না দুর্বল সততার।
কর্দমাক্ত Corruption হাতড়িয়ে দেশ সন্ধান রিফিউজি জনতার।
নিরপেক্ষের জিভে রুক্ষতা বেশী বলে প্রেম নয় KCN রাখে চাপ।
তাই উপোসী রাগের পিপাসিত ভাবে উপ্ছাবে ঠিক কখন রক্তচাপ।

এসবে তাই, বৃথা জড়াই।
ঝাঁকিয়ে কাঁধ বেড়িয়ে যাই।
থেকে কি লাভ, শ্রদ্ধার অভাব।
জুড়ে জুড়ে অসভ্যতাই।

মাড়িয়ে ছাই, পেরিয়ে যাই।
আকাশে মেঘ, বাতিল আবেগ।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

আমিও তাই, বেড়িয়ে যাই।
সঙ্গী আমার, এই কাল রাত্রিটাই।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।