Wednesday 20 November 2019

Free Zone Rupam Islam Bengali Remix

কোনো কোনো রাতে Anti-Climax ভেঙে যেতে পারে জলপ্রপাতের বাঁধ,
যে জল শাকচাপা দিয়ে লুকোছাপা করে রেখেছে তোমার দৈনিক সংবাদ।
কোনো কোনো ভোরে Anti-Christ-এর জানালায় বসে চোখ মোছে মরিয়ম,
ফেলে আসা পোড়ো গির্জার ঘন্টায় বিপজ্জনক বাঁক নেয় সংযম।

আমিও তাই, বেড়িয়ে যাই।
সঙ্গী আমার, এই কাল রাত্রিটাই।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

কোনো কোনো রাতে Anti-Climax ভেঙে যেতে পারে জলপ্রপাতের বাঁধ,
যে জল শাকচাপা দিয়ে লুকোছাপা করে রেখেছে তোমার দৈনিক সংবাদ।
কোনো কোনো ভোরে Anti-Christ-এর জানালায় বসে চোখ মোছে মরিয়ম,
ফেলে আসা পোড়ো গির্জার ঘন্টায় বিপজ্জনক বাঁক নেয় সংযম।

বহু দিনরাত কত ফুটপাথ জুড়ে উৎপাত করে ভিতু রাষ্ট্রের চর।
Blackmail-এর জবাবে পাটকেল দেবো ভক্তিপূর্ণ লাল-গাল থাপ্পর।
তারপর আমায় ধরতে Moral-Police এলে বলে দিস আমি বাড়ি বসে নেই।
Vote-এ হেরে জিতে গেছি বিবেকের কোর্টে রাজ-অভিষেক জামানত জব্দেই।

ছাপমারা দলে বলবান বেশী বলে জায়গা হল না দুর্বল সততার।
কর্দমাক্ত Corruption হাতড়িয়ে দেশ সন্ধান রিফিউজি জনতার।
নিরপেক্ষের জিভে রুক্ষতা বেশী বলে প্রেম নয় KCN রাখে চাপ।
তাই উপোসী রাগের পিপাসিত ভাবে উপ্ছাবে ঠিক কখন রক্তচাপ।

এসবে তাই, বৃথা জড়াই।
ঝাঁকিয়ে কাঁধ বেড়িয়ে যাই।
থেকে কি লাভ, শ্রদ্ধার অভাব।
জুড়ে জুড়ে অসভ্যতাই।

মাড়িয়ে ছাই, পেরিয়ে যাই।
আকাশে মেঘ, বাতিল আবেগ।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

আমিও তাই, বেড়িয়ে যাই।
সঙ্গী আমার, এই কাল রাত্রিটাই।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

Monday 22 July 2019

Sahbe Bibi Golam: Mon Bhalo Nei

চলচ্চিত্র - সাহেব বিবি গোলাম
গায়ক/সংগীত - অনুপম রায়
গীতিকার - অনুপম রায়
গল্পকার/নির্দেশক: প্রতিম দাসগুপ্ত


কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলায়, সব অচল (x2)

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চক

খবর আসে, বারো মাসে
তের ভাবে, ছোঁয়া যায়
বেঁচে ওঠে, সেই সকালে
গাছের পাতা, ভরসা পায়

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে 
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক।

Prakton: Kolkata

চলচ্চিত্র: প্রাক্তন
গায়ক: অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল
সংগীত/গীতিকার: অনুপম রায়
নির্দেশক:নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট (x2)
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

ঘুম ভাঙে এসপ্ল্যানেড,
খোলা ভাঙে চীনেবাদাম (x2)
চেনা কোনো ঘাসের দাগ,
শুয়ে থাকা কি আরাম

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

খুঁজে দিতে না পারলে আড়ি,
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি (x2)
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি।

কেন এ অসম্ভবে, ডেকে আনো আমাকে
ছুঁয়ে থাকে হাতটাকে, কবিতার ছাদ টাকে
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

Prakton: Tumi Jake Valobasho

গায়ক: ইমরান চক্রবর্তী
গায়ক: অনুপম রায়
সংগীত/গীতিকার: অনুপম রায়
নির্দেশক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী

 তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় (x2)

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল
কোথায় দাঁড়াই

কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল
এত নরম
শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়

কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি অন্য কারোর গল্পে নায়িকা

তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় (x2)

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

Sunday 21 July 2019

Chandrabindu: Mon Haway Peyechi Tor Naam

গানের নাম: Mon Haway Peyechi Tor Naam (মন হাওয়ায় পেয়েছি তোর নাম)
ব্যান্ডের নাম: Chandrabindu (চন্দ্রবিন্দু)
গায়ক: অনিন্দ্য চ্যাটার্জী

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম (x2)

হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
ভুল ঠিকানা .. (x2)
মন রে,
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে ..

মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত (x2)

জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো .. (x2)
মন রে,
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে ..

আদরের ডাক যদি মোছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে
বোঝনা এটুকু শিলালিপি
মন রে..
ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে..

মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম (x2)

ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা,
এমা ছি ছি বোকা (x2)
মন রে...
নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে..

Manna Dey: Lolita Go Oke Aaj Chole Jete Bolna

গায়ক: মান্না দে 
সংগীত: মান্না দে
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়

ললিতা গো,
ওকে আজ চলে যেতে বলনা
ও ঘাটে জল আনিতে যাবনা যাবনা
ও সখী অন্য ঘাটে চলনা
ললিতা ওকে আজ চলে যেতে বলনা

দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে
আমাকে সবাই দোষে সে সাধু থাকে
অসময় সময় কিছু কেন সে বোঝেনা
আমি কি তার হাতের খেলনা
ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা

নিশিরাতে বাঁশি তার সিঁদ কাঠি হয়ে
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে
যখনি ডাকবে তখনি যেতে হবে
আমি কি এমনতর ফেলনা

Manna Dey: Shaon Raate Jodi

গান: শাওন রাতে যদি
চলচ্চিত্র: দেবদাস (১৯৭৯)
গায়ক: মান্না দে
সঙ্গীত: জগন্ময় মিত্র এবং কালিপদ
গীতিকার: কাজী নজরুল ইসলাম
নির্দেশক: দিলীপ রায়

গল্প লিখেছেন: শরচন্দ্র চট্টোপাধ্যায় 

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে (x2)
শাওন রাতে যদি

ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি

ঝুরিবে পূবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে

বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাখে
যমুনা নদীপারে শুনিবে কে যেন ডাকে (x2)
বিজলী দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে

শাওন রাতে যদি…

Hemanta Mukherjee: Muchhe Jaoa Dinguli

Song: Muchhe Jaoa Dinguli (মুছে যাওয়া দিনগুলি)
Singer & Composer: Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Label : Saregama India Ltd
Muche Jaoa Dinguli Lyrics In Bengali :


মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি,
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো এক হয়ে
নতুন পথেরও বাঁকে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

সে এক নতুন দেশে,
দিনগুলি ছিলো যে মুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা,
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

Prithibita Naki Choto Hote Hote

Album  - Aabar Bochor Kuri Pore 
Band Name - Moheener GhoraGuli
Singer - Gautam Chattopadhyay & Tapas Das
Lyrics - Tapas Das


পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা...

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা...

ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা...
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা...

ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে

স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী
আ হা...

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা...

ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)

Hemanta Mukherjee: Ei Raat Tomar Amar

এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের...
এই রাত শুধু যে গানের
এই খান এ দুটি প্রাণের
কুহু কুজনের...
এই রাত তোমার আমার

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই [x2]
শুধু দুজনের...
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের...

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

Hemanta Mukherjee: Amay Prashna Kore Neel Dhrubatara

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2)
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।

আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2)
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।

Hemanta Mukherjee: Oliro Kotha Sune Bakul Hashe

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।

আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।

যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।

Anjan Dutta: Ranjana Ami Ar Asbo Na

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবিতে ছিলো না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু'একবার। (x2)

বাংলায় সত্তোর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোন গাছ।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

বুঝবো কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়। (x2)
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু বিলু কিম্বা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
যাচ্ছে জমে হোম টাস্ক
লাগছে না ভালো আর মেট্রো-চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত (x2)
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এই ঠ্যাং।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না ..

Anjan Dutta: Bela Bose

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা।

আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

হ্যালো ২৪৪১১৩৯…
হ্যালো ধুর ছাই হ্যালো ২৪৪১১৩৯ …।

Nachiketa Chakraborty: Tumi Ashbe Bole

তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই..
আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচুড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে গান গায়নি (x2)
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই..

তুমি আসবে বলেই
জাকির হুসেন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলেই
সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসব তোকে
তুমি আসবে বলেই..
আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই
দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই..

তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই
ঈশান কোনেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই..
বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই
আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই..
তুমি আসবে.. বলেই..

Manna Dey: Deep Chilo Sikha Chilo

দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

ঝর্ণা কে মনে হয় নদী
ঝর্ণা কে মনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলেনা বলে মন
কথা বললো না
দীপ ছিল শিখা ছিল

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলোনা দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে...
যে মালার ফুল গেছে ঝরে...
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল  তুললো না

দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো
দীপ ছিল শিখা ছিল

Manna Dey: Kotodin Dekhini Tomay

 কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…

Nachiketa Chakraborty: Keno Erokom Kichu Holona

কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে না
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব

উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না (x2)

কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব

বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে (x2)

কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব