Sunday 9 September 2018

Dure kothao - Tausif

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি  এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাদ ও আজ
এ লগনে ও এলে না
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলে না।

ভালো যদি বাস তুমি আমাকে
ছুটে চলে আসো না।

নীলাচল নির্মল হাওয়া
এ লগনে ও এলে না
অচেতন থাকে মন
নিষ্প্রাণ যত ভাবনা।

ভালো যদি বাস তুমি আমাকে
ছুটে চলে আসো না।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি  এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে।

Sunday 19 August 2018

Nemesis - Fossils

Bangla Band: Fossils

Song Name: Millenium


শেষবার যদি সুযোগ দিই  তোমায়
বলো তুমি বদলে যাবে তো
এক সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে
কোনো ছুতোয় বাজার দর বাড়িয়ে
বন্ধক দেবে শয়তান কে কালো আত্মা তোমায়
জানি না সব্বাই তোর মতন কিনা 
অর্থাৎ তোর মতোই দামি না
মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না
নেশা আর পেশা এক হয়ে গেছে তোর
কালশিটে চোখে জেগে জেগে রাত ভোর 
তোকে ভেবে আগে দাঁড়াতাম আজকাল ভাবতে পারিনা

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই উড়বি ভেবেছিস প্রদেশীর
আজ তোর হয়তো জানা নেই দৃষ্টান্ত আছে সামনেই
একদম শেষে হানা দেয় নেমেসিস্
আ....তুই কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই ডানা মেলেছিস প্রদেশীর
সময় নিজের খেয়ালে কষ্ট নিচ্ছে দেয়ালে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস্
তোকে ধ্বংস করতে আসছে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস্
তোকে ধ্বংস করতে আসছে...

Millenium - Fossils

Fossils - Millenium

Bangla Band: Fossils
Song Name: Millenium

কতকি আমায় নিয়ে ভাবতে তা সব শেষ 
ভাবতে ভাবতে গোটা শতাব্দী-টাই শেষ 
অঙ্ক মেলেনি বলে পরে আছে অবশেষ
অন্তরে...
অন্তর খাঁচাতেই ডানা ঝাপটায় পাখিটা
সেই অন্তরে সোজা মেহেসুস করি ঝাঁকিটা
আর ঝাঁকুনির চোটে মূল্যবোধের পাখিটা
ধরা পরে, ধরা পরে
ধরা পরে ঢুকি আমি সংশোধনাগারে
আত্মা কে শুধরোতে উঠে পরে লাগাই রে 
অঙ্ক পরীক্ষায়  আগে রাত জাগা লাস্ট মোমেন্টে উদ্দম

শুধু একজন বলে কিছু হবেনাতো এভাবে
ঢুকে গেছে সব বিষ তোর চরিত্রের  স্বভাবে
মরে যেতে হবে তোকে বেঁচে থাকবার অভাবে
বাঁচাবে না মাতা মরিয়ম
বাঁচাবে না মিলেনিয়াম

দুশ্চিন্তারা জট  বাধুক
তবু কাটছে আর একটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আর একটা উৎসব... (X2)

কম্পিউটার আর ডীস্কো ঠেক-এর খিচুড়ি
এ মগজে ঠাঁই হবে এইসব খিচুড়ি
শুধু কিছু সুখ আর স্বপ্ন কে চুরি করে
নিলো ফেলে আশা দিন 
কেন পরাধীন আজও আমি সময়ের হাতে-তে
কে যে দিব্বি দিয়েছে সব সহ্য করে নিতে
কেন সাহস কুলোচ্ছে না স্রেফ বলে দিতে
দাদা প্রসঙ্গ গুলো বাদ দিন...

♪♪**♪♪**♪♪**♪♪**♪♪
♪♪**♪♪**♪♪**♪♪**♪♪


ধ্বংস হলিনা বেঁচে গেলি এ যাত্রা
হিসেবে ভুল করেছিলেন নষ্টারডামস
অথবা ভয় পেয়েছেন
বিধাতা ভয় পেয়েছেন
কারণ মানুষের হাতে নিউক্লিয়ার ওয়েপন
মিলেনিয়াম, এসেছে বিচার  হলো না
কারণ পিছিয়ে গিয়েছে জাজমেন্ট ডে 
শুভ সেদিকে, তোরা জোর হ ময়দানে
আমারও কিছু কথা বলার আছে
আমারও কিছু কথা বলার আছে
আমারও কিছু কথা বলার আছে...


দুশ্চিন্তারা জট  বাধুক
তবু কাটছে আর একটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আর একটা উৎসব... (X3)

Friday 26 January 2018

Bhindeshi Tara - Chandrabindu

শিরোনাম: ভিনদেশী তারা
কন্ঠ: অনিন্দ্য চট্টোপাধ্যায়
কথা: অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুর: শান্তনু মৌত্র
চলচ্চিত্র: অন্তহীন



আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথাখানি
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানি

তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী(২)

হুম হুম………………