Tuesday 24 September 2013

Fossils - Sono amra ki sobai

Fossils - Sono amra ki sobai

Band Name: Fossils
Song Name: Sono amra ki sobai

শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারিনা 
যত পুরনো অতীত ভুলে যেতে পারিনা 
জানি নিস্ব সে দিনে সুপ্ত ছিল চেতনা 
আসলে তুচ্ছ সে বিবাদ ... অবদমিত বেদনা।

শোন কে ডেকে যায় আমায় 
ডেকে আমায় স্বাগত জানায় 
ভবিষ্যতের 
শরিফ হতে

এ এ এ 
দেখো কে দিচ্ছে হাতছানি 
সামনে সুদিন আমি জানি 
পারবে কি তুমি 
আমার সঙ্গী হতে

জানি নিঃস্ব ছিলে তুমি 
রণক্লান্ত আমিও 
আর যুদ্ধ জিতে ফিরে
শান্তিতে ঘুমিও 
আর স্বপ্নের আকাশে 
যদি রামধনু ওঠে 
কাল গাইতেই পারে গান 
সব শত্রু একজোটে 

শোন আমরা কি সবাই ... 

সোজাসোজি আজ তর্ক হোক 
চোখে চোখ রেখে দিই ধমক 
বয়ে যায় একলা
ট্রালালা লা ট্রালালা 
এ এ 
মনের সব অন্ধকার মনে 
ভুল বোঝাবুঝি জল বোনে 
আমার বিশ্বাস নেই আর ক্ষমায় 
আসো শাস্তি দিই তোমায় 

এই গানটাই হতে পারে 
বন্ধুত্বের হাতকড়া 
গানটাই ভোলাতে পারে 
সব অভিযোগ মনগড়া 
অপমানের ক্যাকটাস-এ ক্ষতবিক্ষত স্মৃতিটা 
ভুলে এখানেই টেনে দিই 
সব ঝগড়ার ইতিটা। 

Fossils - Husnuhana Lyrics

Fossils - Hasnuhana Lyrics

Band Name : Fossils
Song Name : Hashnuhana(হাস্নুহানা )


ও মউ তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে?

জানি না, কার কি যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে

জীবন, চলছে না আর সোজা পথে
দেখো আজ হাসি কোনো মতে
বেঁচে আছি বলি হতে হতে

হয়ত, মরে গেলে হত বেশি ভালো
কেন এত সুখ ফেল গেল?
জীবনের সেরা স্মৃতি গুলো

স্মৃতি এসে রোজ দরজাতে
করা নাড়ে আর হাত পাতে
আর ভেঙ্গে পরে কান্নাতে

উত্তপ্ত হয়ে দিশেহারা
তার ভয় হয়ে ঘর ছাড়া
দিপলায়নে আস্কারা - আমায়

এই প্রাণ এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বল?
শেষ হয়ে গেল পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বল ঘৃনা করবে কি প্রিয়তমা?
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজ টা দিতে জমা

এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে! ফুটেছে হাস্নুহানা - তাকাও!

জীবন, চলছে না আর সোজা পথে
দেখ আজও হাসি কোনো মতে
বেঁচে গেছি বলি হতে হতে

হয়ত, মরে গেলে হত বেশি ভালো
কেন এত সুখ ফেল গেল?
জীবনের সেরা স্মৃতি গুলো

এই প্রাণ এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বল?
শেষ হয়ে গেল পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

Cactus - Holud Pakhi

Cactus - Holud Pakhi

Bangla Band : Cactus
Song Name : Holud Pakhi

সেই যে হলুদ পাখি 
বসে জামরুল গাছের ডালে 
করত ডাকাডাকি 
আমার শৈশবের সকালে। 
সেই যে হলুদ পাখি 
বসে জামরুল গাছের ডালে 
করত ডাকাডাকি 
আমার শৈশবের সকালে। 

একদিন গেল উড়ে
জানিনা কোন সুদূরে
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 

বুড়ো মাঝির নৌকায় 
বসে সারাটা দুপুর 
যুবরাজের ঘোড়া আর 
রাজকন্যের নুপুর
বুড়ো মাঝির নৌকায় 
বসে সারাটা দুপুর 
যুবরাজের ঘোড়া আর 
রাজকন্যের নুপুর
চলে গেল স্রোতে ভেসে 
জানি না কোন দূর দেশে 

ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 

ভাঙ্গা মন্দিরেতে 
গুপ্তধনের খোঁজ 
দূর সীমানার 
হাতছানি রোজ রোজ।  
ভাঙ্গা মন্দিরেতে 
গুপ্তধনের খোঁজ 
দূর সীমানার 
হাতছানি রোজ রোজ।  
হারালো সে সোনালী দিন 
সবুজ ইচ্ছা স্বপ্ন রঙ্গীন। 

ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 
ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোনদিন? 

Fossils - Dakho manoshi

Fossils - Dakho manoshi

Bangla Band - Fossils
Song Name - Dakho Manoshi

দেখো মানসী 
ওই দিগন্তে দেখো 
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি 
ওই পাখিটাও পোষ  মেনে ছিল একদিন ভালবাসায় ...   

ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ 
করতে চাইনা  আমি তর্ক ভীষণ 
আমার দিক থেকে আজও তোমাকেই ভালো বেসে যাই ...

ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে 
হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে 
মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই 

সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহু দুরে 
তুমি দাড়িয়ে আছ উজ্জলতায়। ... হুমমমমম ...

অজানা কে মুক হয়ে বোঝা বোঝা ছিল অঙ্ক 
তোমার পোশাকে তুমি পরে আসতে সব সময় ... সব সময় ... 
সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে 
আমার জীবনে আর সেই নীল কে ভুলবার নয় 

বাতাস তোমার আসবার কথা বয়ে আনলেই 
আমি অপেক্ষা করতাম তোমার ছোয়ার ... ছোয়ার
তুমি পাশে এসে বসতেই কেটে  যেত সময়টা 
আমার এই ভাবেই কেটে গেছে সময় আমার 
উমমমমমম ... ইয়ায় ... 

শোন মানসী শোন তারও হাহাকার 
দরজার কাছে দাড়িয়ে আমার সাথে আর একবার 
সুধু একবার ... 

দেখো মানসী 
ওই দিগন্তে দেখো 
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি 
শুধু তোমার ক্ষমতা আছে পাখি টাকে কাছে ডাকবার 
শুধু তোমার ক্ষমতা আছে পাখি টাকে ঘরে ফেরাবার 
ওহঃ ... 

মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু 
সেই হয়েছে, তাকে শেষ করা যায়নি আজও ... আজও ... 


Fossils - Bicycle Chor Lyrics

Fossils - Bicycle Chor Lyrics

Bangla Band : Fossils
Song Name : Bicycle Chor


শ্রাবন ভিজুক বর্ষায় 
আর সাবান মাখুক ফর্সায় 
বাস্প জমে চশমায়
হলে পরস্রী কাতর 

মস্তিস্কে স্মৃতি পেচ্ছাব 
লেখে করোটিতে কেচ্ছা 
মা বোন হয়েছে বেশ্বা 
আমি বাই সাইকেল চোর 

বয়স তের থেকে উনিশ 
চয়েস চোর  হবি না খুনি 
কে যে মরা কে শকুনি 
ফালতু চিরুনি তল্লাশ 

চড়ি বাই সাইকেল সিট-এ 
পারি তোমাকে লিফট দিতে 
যৌনতা দেব ফ্রি তে 
যদি সতিত্ব না চাস 

জেনো সাবধানের দোকানে 
যে সব মাল পাবে ওখানে 
সব আমার থেকেই কেনা 
কারণ উত্পাদন বন্ধ

কেন্দ্রীয় অর্থনীতি 
ব্যস্ত আগলাতে সমৃদ্ধি 
সনে ভাসনের এম.পি.থ্রী 
রোমাঞ্চিত ত্বক রন্ধ্র 

Fossils - Aaro Ekbar Lyrics

Fossils: Aaro Ekbar Lyrics
Bangla Band: Fossils
Artist: Rupankar Islam

এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে
যেন হয়ে গেছি আরো অচেনা...

এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে

যেন হয়ে গেছি আরো অচেনা...অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় 
আছে কি রাখা বাঁচার ঠিকানা...ঠিকানা 
আরো একবার চল ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাড়াই 
আকাশের হাতছানিতে সারা দিই, কি হবে না ভেবে,
আরো একবার হাতটা ছুয়ে দেখ আজও আমাদের ইচ্ছে গুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে... নিজেকে 
আরো একবার রাজি আমি, আমি রাজি ঝুকি নিতে 
তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে 
আরো একবার রাজি আমি, আমি রাজি ঝুকি নিতে 
তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে 
বেশি কথা থাক বোলনা, ঠেকে সেখা গেছে ছলনা
পরিবর্তন এলনা তবু মনেতে 
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় 
আছে কি রাখা বাঁচার ঠিকানা... ঠিকানা 
আরো একবার চল ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাড়াই 
আকাশের হাতছানিতে সারা দিই, কি হবে না ভেবে,
আরো একবার হাতটা ছুয়ে দেখ আজও আমাদের ইচ্ছে গুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে... নিজেকে 

আরো একবার চল ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাড়াই 

আকাশের হাতছানিতে সারা দিই, কি হবে না ভেবে,
আরো একবার হাতটা ছুয়ে দেখ আজও আমাদের ইচ্ছে গুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে... নিজেকে 

Fossils - Ekla Ghor Lyrics

Fossils - Ekla Ghor Lyrics

Bangla Band: Fossils
Song Name: Ekla Ghor

এই একলা ঘর আমার দেশ 
আমার একলা থাকার অভ্যেস 
আমি কিছুতেই ভাববনা তোমার কথা 
বোবা টেলিফোনের পাশে বসে 
তবু গভীর রাতের অগভীর সিনেমায় 
যদি প্রেম চায় নাটুকে বিদায় 
আমি আচ্ছন্ন হয়ে পরেছি আবার 
দেখি চোখ ভিজে যায় কান্নায় 

না না কাঁদছি না 
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে 
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি 
সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে! 

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি 
খুঁজে ফিরি লক্ষ্য আমার 
পাল্টাচ্ছে না এই অবস্থাটা 
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলছি আবার 
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় 
জানালার কাছে তুমি দেখতে পাবে কি 
নাকি ঝাপসা দেখো বর্ষায় 

না না যাচ্ছি না 
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে 
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি 
সেই ভুলে যাওয়া তোমাকে ... সেই তোমাকে ... !!

না না কাঁদছি না 
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে 
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি 
সেই ফেলে আসা অতীতে ...

না না যাচ্ছি না 
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে 
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি 
সেই ভুলে যাওয়া তোমাকে ... সেই তোমাকে ... !!
তোমাকে ... তোমাকে ... সেই তোমাকে

Fossils - Bishakto Manush Lyrics

Fossils - Bishakto Manush Lyrics

Bangla Band: Fossils
Song Name: Bishakto manush


সে চেনালো আমাকে, এ শহরের অলি গলি;
সে পাঠালো উপহার, একটা চক্রব্যূহ ...

সে চক্রব্যুহে আজও বন্দি  হয়ে আছি!
সে চোরা বালি আজও গ্রাস করছে আমাকে!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!

আমি ভালবাসি যাকে সে বিষাক্ত মানুষ!
সবুজ তার শিরা; ফ্যাকাশে আঙুল।
নিলাভো তার ঠোঁটে সাপের ছোবল;
নীলয় অনীলে খামখেয়ালী প্রবাহ।

দেখেছি আঁধারে; দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে।
বিভত্স শরীরে বিষাক্ত ক্ষত।
অবিশ্বাস্ব ঘৃণার প্রতিমা শাশ্বত!

সে চক্রব্যুহে আজও বন্দি  হয়ে আছি!
সে চোরা বালি আজও গ্রাস করছে আমাকে!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!

সে চক্রব্যুহে আজও বন্দি  হয়ে আছি!
সে চোরা বালি আজও গ্রাস করছে আমাকে!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!

Monday 23 September 2013

Chandrabindu - Bandhu Tomay

Chandrabindu - Bandhu Tomay

Bangla Band : Chandrabindu
Song Name: Bandhu Tomay


ছেড়া ঘুড়ি রঙ্গীন বল 
এই টুকুই সম্বল 
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা 
বাজে বকা রাত্রি দিন 
asterix টিনটিন 
এলোমেলো কথা উড়ে যেত 
হাসির ঠেলায়।

সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্য তে তুমিও কি ছিলে?
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব
বিকেল বেলায়
আরেকবার... যদি তোমাদের দলে নাও খেলায়।

গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি।
সে খেলা কানা গলি
রোজ  চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টার-এ
হাওয়ায়  হাওয়ায়
হাওয়ায়  হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব
বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়।

বইমেলা গুলো গার্গী শ্রেয়সী
চেনা মুখ গুলো পরিচিত হাসি।
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজ ও পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব
বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়।

ছেড়া ছবি স্ফটিক জল
এই টুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
এক ঘেয়ে ক্লান্ত দিন
ট্যানকাস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল বিকেল বেলা
মরা মাছের যায় যতদুরে
শুকানো জলছবি আজ রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব
বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়। 


Ek Jibone - By Shahid & Shuvomita

Ek Jibone - By Shahid & Shuvomita

Album: Nilambori

Artist: Shahid & Shuvomita


তুমি আমি কাছাকাছি আছি বলে 
এ জীবন হয়েছে মধুময় 
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরন হবে আর কিছু নয়
তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ?
এক জীবনে এত প্রেম পাব কোথায় ?
তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ?
এক জীবনে এত প্রেম পাব কোথায় ?

তোমারই পরশে ভালোবাশা
 আসে মনেরই আঙ্গিনায়
 নয়ন ভরে দেখি তোমায়

তবু বুঝি দেখার শেষ নাই।
তোমারই পরশে ভালোবাশা
 আসে মনেরই আঙ্গিনায়
 নয়ন ভরে দেখি তোমায়
তবু বুঝি দেখার শেষ নাই।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ?
এক জীবনে এত প্রেম পাব কোথায় ?
তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ?
এক জীবনে এত প্রেম পাব কোথায় ?

শুখেরই শাগরে ঢেউ ঢেউ এ
দুজনে এক সাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই 
শুখেরই শাগরে ঢেউ ঢেউ এ
দুজনে এক সাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ?
এক জীবনে এত প্রেম পাব কোথায়? 
তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ?
এক জীবনে এত প্রেম পাব কোথায়? 





Bhoomi - Dildoria Re Lyrics

Bhoomi - Dildoria Re Lyrics
Artist: Bhoomi
Song Name: Dildoria Re

দিলদরিয়া রে তোরে  কিসের কথা কই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 
দিলদরিয়া রে তোরে  কিসের কথা কই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 

দোর খুলিয়া রে আমি আশায় আশায় রই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 
আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
 আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
আমি সাঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই ... হায় বসে রই 
শোন দোরিয়ারে আমায় দেখতে আয় রে আমার মাঝি ... ও আমার মাঝি 
শোন দোরিয়ারে আমায় দেখতে আয় রে আমার মাঝি ... ও আমার মাঝি
বৈকাল বেলা ঘাটের ধারে  যাই ছুটিয়া বারে বারে 
সবার মাঝি ঘরে ফেরে আমার মাঝি নাই ... আমার মাঝি নাই 

দিলদরিয়া রে তোরে  কিসের কথা কই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 
দোর খুলিয়া রে আমি আশায় আশায় রই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 
 আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
 আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
আমি সাঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই ... হায় বসে রই

শোন ময়না তোর গানে দুঃক্ষ ঝরে রাতে ময়নারে ...  ও  ময়নারে 
শোন ময়না তোর গানে দুঃক্ষ ঝরে রাতে ময়নারে ...  ও  ময়নারে 
শিমুল পলাশ গাছের ফাকে রোদ আসে তোর মোরগ ডাকে 
আসমান আজ রঙ্গে  আবার রাঙ্গা হয়ে যায়  ... বেলা বয়ে যায় 

দিলদরিয়া রে তোরে  কিসের কথা কই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 
দোর খুলিয়া রে আমি আশায় আশায় রই 
ওরে মাঝি রে মাঝি রে কোথা  ভাসলি 
 আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
 আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
আমি সাঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই ... হায় বসে রই 
আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
 আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর  ওই উদাস উঠান মুখে 
আমি সাঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই ... হায় বসে রই

Saturday 21 September 2013

Cactus: Aami Sudhu Chyechi Tomay

Cactus: Aami Sudhu Chyechi Tomay
Banla Band: Cactus



মন ... বড় অবুঝ এই মন 
কিছুতে মানে না হায়  
মন ... বড় অবুঝ এই মন 
কিছুতে মানে না হায় 

অবিরাম আহত স্মৃতির ভির ... তবু 
আমি যে চেয়েছি তোমায় 
আমি শুধু চেয়েছি তোমায় 
আমি যে চেয়েছি তোমায় 
আমি শুধু চেয়েছি তোমায় 

Shuup shuup shuup
Shuup shuup shuup
Shuup shuup shuup
Shuup shuup shuup

কখন ... জানিনা তো কখন 
আবছা হওয়া কুয়াশায় 
কখন ... জানিনা তো কখন 
আবছা হওয়া কুয়াশায় 

হায় কত খুঁজেছি তোমায় 
আমি শুধু খুঁজেছি তোমায় 
আমি যে খুঁজেছি তোমায় 
আমি শুধু খুঁজেছি তোমায় 
Shuup shuup shuup
Shuup shuup shuup
Shuup shuup shuup
Shuup shuup shuup






“My beloved Bengal I love you.”
Nowadays, we can easily download songs from online. This blog  has been created to publish lyrics for the Bengali song. If the online user benefit from it, then I'll feel blessed.


"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"
আজকাল আমরা খুব সহজেই অনলাইন থেকে গান ডাউনলোড করতে পারি অনায়াসেই। এই ব্লগের ওয়েবসাইট তৈরী করা হয়েছে  গানের lyrics প্রকাশ করার জন্য। যদি অনলাইন ইউসারদের এটা থেকে উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব.

You can find your lyrics from below mentioned Album/Bengali Band.