Monday 22 July 2019

Prakton: Kolkata

চলচ্চিত্র: প্রাক্তন
গায়ক: অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল
সংগীত/গীতিকার: অনুপম রায়
নির্দেশক:নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট (x2)
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

ঘুম ভাঙে এসপ্ল্যানেড,
খোলা ভাঙে চীনেবাদাম (x2)
চেনা কোনো ঘাসের দাগ,
শুয়ে থাকা কি আরাম

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

খুঁজে দিতে না পারলে আড়ি,
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি (x2)
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি।

কেন এ অসম্ভবে, ডেকে আনো আমাকে
ছুঁয়ে থাকে হাতটাকে, কবিতার ছাদ টাকে
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

No comments:

Post a Comment