Wednesday 20 November 2019

Free Zone Rupam Islam Bengali Remix

কোনো কোনো রাতে Anti-Climax ভেঙে যেতে পারে জলপ্রপাতের বাঁধ,
যে জল শাকচাপা দিয়ে লুকোছাপা করে রেখেছে তোমার দৈনিক সংবাদ।
কোনো কোনো ভোরে Anti-Christ-এর জানালায় বসে চোখ মোছে মরিয়ম,
ফেলে আসা পোড়ো গির্জার ঘন্টায় বিপজ্জনক বাঁক নেয় সংযম।

আমিও তাই, বেড়িয়ে যাই।
সঙ্গী আমার, এই কাল রাত্রিটাই।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

কোনো কোনো রাতে Anti-Climax ভেঙে যেতে পারে জলপ্রপাতের বাঁধ,
যে জল শাকচাপা দিয়ে লুকোছাপা করে রেখেছে তোমার দৈনিক সংবাদ।
কোনো কোনো ভোরে Anti-Christ-এর জানালায় বসে চোখ মোছে মরিয়ম,
ফেলে আসা পোড়ো গির্জার ঘন্টায় বিপজ্জনক বাঁক নেয় সংযম।

বহু দিনরাত কত ফুটপাথ জুড়ে উৎপাত করে ভিতু রাষ্ট্রের চর।
Blackmail-এর জবাবে পাটকেল দেবো ভক্তিপূর্ণ লাল-গাল থাপ্পর।
তারপর আমায় ধরতে Moral-Police এলে বলে দিস আমি বাড়ি বসে নেই।
Vote-এ হেরে জিতে গেছি বিবেকের কোর্টে রাজ-অভিষেক জামানত জব্দেই।

ছাপমারা দলে বলবান বেশী বলে জায়গা হল না দুর্বল সততার।
কর্দমাক্ত Corruption হাতড়িয়ে দেশ সন্ধান রিফিউজি জনতার।
নিরপেক্ষের জিভে রুক্ষতা বেশী বলে প্রেম নয় KCN রাখে চাপ।
তাই উপোসী রাগের পিপাসিত ভাবে উপ্ছাবে ঠিক কখন রক্তচাপ।

এসবে তাই, বৃথা জড়াই।
ঝাঁকিয়ে কাঁধ বেড়িয়ে যাই।
থেকে কি লাভ, শ্রদ্ধার অভাব।
জুড়ে জুড়ে অসভ্যতাই।

মাড়িয়ে ছাই, পেরিয়ে যাই।
আকাশে মেঘ, বাতিল আবেগ।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

আমিও তাই, বেড়িয়ে যাই।
সঙ্গী আমার, এই কাল রাত্রিটাই।
বিধ্বস্ত মন চায় মুক্তিপণ,
দেহাতীত Free-Zone-এ যাই।

Monday 22 July 2019

Sahbe Bibi Golam: Mon Bhalo Nei

চলচ্চিত্র - সাহেব বিবি গোলাম
গায়ক/সংগীত - অনুপম রায়
গীতিকার - অনুপম রায়
গল্পকার/নির্দেশক: প্রতিম দাসগুপ্ত


কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলায়, সব অচল (x2)

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চক

খবর আসে, বারো মাসে
তের ভাবে, ছোঁয়া যায়
বেঁচে ওঠে, সেই সকালে
গাছের পাতা, ভরসা পায়

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে 
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক।

Prakton: Kolkata

চলচ্চিত্র: প্রাক্তন
গায়ক: অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল
সংগীত/গীতিকার: অনুপম রায়
নির্দেশক:নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট (x2)
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

ঘুম ভাঙে এসপ্ল্যানেড,
খোলা ভাঙে চীনেবাদাম (x2)
চেনা কোনো ঘাসের দাগ,
শুয়ে থাকা কি আরাম

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

খুঁজে দিতে না পারলে আড়ি,
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি (x2)
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি।

কেন এ অসম্ভবে, ডেকে আনো আমাকে
ছুঁয়ে থাকে হাতটাকে, কবিতার ছাদ টাকে
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

Prakton: Tumi Jake Valobasho

গায়ক: ইমরান চক্রবর্তী
গায়ক: অনুপম রায়
সংগীত/গীতিকার: অনুপম রায়
নির্দেশক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী

 তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় (x2)

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল
কোথায় দাঁড়াই

কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল
এত নরম
শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়

কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি অন্য কারোর গল্পে নায়িকা

তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় (x2)

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

Sunday 21 July 2019

Chandrabindu: Mon Haway Peyechi Tor Naam

গানের নাম: Mon Haway Peyechi Tor Naam (মন হাওয়ায় পেয়েছি তোর নাম)
ব্যান্ডের নাম: Chandrabindu (চন্দ্রবিন্দু)
গায়ক: অনিন্দ্য চ্যাটার্জী

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম (x2)

হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
ভুল ঠিকানা .. (x2)
মন রে,
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে ..

মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত (x2)

জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো .. (x2)
মন রে,
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে ..

আদরের ডাক যদি মোছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে
বোঝনা এটুকু শিলালিপি
মন রে..
ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে..

মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম (x2)

ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা,
এমা ছি ছি বোকা (x2)
মন রে...
নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে..