চাঁদ কেন.. আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ওও ..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই
চোখ চায়, মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবি আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে এ আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে..
চাঁদ তবু আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও..
চাঁদ কেন ....
Thanks for sharing this lyrics
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI found so much in your post, article it was verey helpfull, After that, the article is very good I have also created a blog that you can visit once lokogiti bangla Hope something of the type .
ReplyDelete