Saturday, 20 July 2019

Projapoti Biskut: Tomake Bujhina Priyo

তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব  বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)

গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায় 

তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায় (x2)

দু চোখে তার.. পান্না বাহার
দু চোখে তার.. পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়

তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় (x2)

তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়ে

No comments:

Post a Comment