দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
ঝর্ণা কে মনে হয় নদী
ঝর্ণা কে মনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলেনা বলে মন
কথা বললো না
দীপ ছিল শিখা ছিল
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলোনা দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে...
যে মালার ফুল গেছে ঝরে...
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল তুললো না
দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো
দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
ঝর্ণা কে মনে হয় নদী
ঝর্ণা কে মনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলেনা বলে মন
কথা বললো না
দীপ ছিল শিখা ছিল
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলোনা দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে...
যে মালার ফুল গেছে ঝরে...
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল তুললো না
দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো
দীপ ছিল শিখা ছিল
No comments:
Post a Comment