জানি হারিয়ে যাবে জানি
আমাদের এই গল্প
জানি ফুরিয়ে যাবে জানি
সকলের ছেলেবেলা
তবু আঁকড়ে ধরে রেখো
তুমি তোমার যৌবন
যতই গুড়িয়ে যাক চারপাশের জীবন।
জানি কাল ভুলে যাবে
আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।
সময় থাকে না থেমে
একদিন ভুলে যেতে হয়
তাই হাতটাও আমাদের একদিন
ঠিক-ই খুলে দিতে হয়
তবু ছাড়বোনা আমরা হাত
কিছুতেই মনের ভেতর
যতই বদলে যাক চারপাশের এই শহর।
জানি কাল ভুলে যাবে
আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।
জানি হারিয়ে যাবে জানি...
ক্রমশ...
আমাদের এই গল্প
জানি ফুরিয়ে যাবে জানি
সকলের ছেলেবেলা
তবু আঁকড়ে ধরে রেখো
তুমি তোমার যৌবন
যতই গুড়িয়ে যাক চারপাশের জীবন।
জানি কাল ভুলে যাবে
আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।
সময় থাকে না থেমে
একদিন ভুলে যেতে হয়
তাই হাতটাও আমাদের একদিন
ঠিক-ই খুলে দিতে হয়
তবু ছাড়বোনা আমরা হাত
কিছুতেই মনের ভেতর
যতই বদলে যাক চারপাশের এই শহর।
জানি কাল ভুলে যাবে
আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।
জানি হারিয়ে যাবে জানি...
ক্রমশ...
No comments:
Post a Comment