Thursday, 18 July 2019

Madly Bengali: Amader Gaan Tania

জানি হারিয়ে যাবে জানি
আমাদের এই গল্প
জানি ফুরিয়ে যাবে জানি
সকলের ছেলেবেলা
তবু আঁকড়ে ধরে রেখো
তুমি তোমার যৌবন
যতই গুড়িয়ে যাক চারপাশের জীবন।

জানি কাল ভুলে যাবে

আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।

সময় থাকে না থেমে

একদিন ভুলে যেতে হয়
তাই হাতটাও আমাদের একদিন
ঠিক-ই খুলে দিতে হয়
তবু ছাড়বোনা আমরা হাত
কিছুতেই মনের ভেতর
যতই বদলে যাক চারপাশের এই শহর।

জানি কাল ভুলে যাবে

আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।

জানি হারিয়ে যাবে জানি...


ক্রমশ...

No comments:

Post a Comment