Tuesday, 24 September 2013

Fossils - Bicycle Chor Lyrics

Fossils - Bicycle Chor Lyrics

Bangla Band : Fossils
Song Name : Bicycle Chor


শ্রাবন ভিজুক বর্ষায় 
আর সাবান মাখুক ফর্সায় 
বাস্প জমে চশমায়
হলে পরস্রী কাতর 

মস্তিস্কে স্মৃতি পেচ্ছাব 
লেখে করোটিতে কেচ্ছা 
মা বোন হয়েছে বেশ্বা 
আমি বাই সাইকেল চোর 

বয়স তের থেকে উনিশ 
চয়েস চোর  হবি না খুনি 
কে যে মরা কে শকুনি 
ফালতু চিরুনি তল্লাশ 

চড়ি বাই সাইকেল সিট-এ 
পারি তোমাকে লিফট দিতে 
যৌনতা দেব ফ্রি তে 
যদি সতিত্ব না চাস 

জেনো সাবধানের দোকানে 
যে সব মাল পাবে ওখানে 
সব আমার থেকেই কেনা 
কারণ উত্পাদন বন্ধ

কেন্দ্রীয় অর্থনীতি 
ব্যস্ত আগলাতে সমৃদ্ধি 
সনে ভাসনের এম.পি.থ্রী 
রোমাঞ্চিত ত্বক রন্ধ্র 

1 comment: