Fossils - Bishakto Manush Lyrics
Bangla Band: Fossils
Song Name: Bishakto manush
সে চেনালো আমাকে, এ শহরের অলি গলি;
সে পাঠালো উপহার, একটা চক্রব্যূহ ...
সে চক্রব্যুহে আজও বন্দি হয়ে আছি!
সে চোরা বালি আজও গ্রাস করছে আমাকে!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!
আমি ভালবাসি যাকে সে বিষাক্ত মানুষ!
সবুজ তার শিরা; ফ্যাকাশে আঙুল।
নিলাভো তার ঠোঁটে সাপের ছোবল;
নীলয় অনীলে খামখেয়ালী প্রবাহ।
দেখেছি আঁধারে; দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে।
বিভত্স শরীরে বিষাক্ত ক্ষত।
অবিশ্বাস্ব ঘৃণার প্রতিমা শাশ্বত!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!
আমি ভালবাসি যাকে সে বিষাক্ত মানুষ!
সবুজ তার শিরা; ফ্যাকাশে আঙুল।
নিলাভো তার ঠোঁটে সাপের ছোবল;
নীলয় অনীলে খামখেয়ালী প্রবাহ।
দেখেছি আঁধারে; দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে।
বিভত্স শরীরে বিষাক্ত ক্ষত।
অবিশ্বাস্ব ঘৃণার প্রতিমা শাশ্বত!
সে চক্রব্যুহে আজও বন্দি হয়ে আছি!
সে চোরা বালি আজও গ্রাস করছে আমাকে!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!
সে চক্রব্যুহে আজও বন্দি হয়ে আছি!
সে চোরা বালি আজও গ্রাস করছে আমাকে!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাস-এ মরে যাবার আশায়!
No comments:
Post a Comment