Tuesday, 24 September 2013

Fossils - Husnuhana Lyrics

Fossils - Hasnuhana Lyrics

Band Name : Fossils
Song Name : Hashnuhana(হাস্নুহানা )


ও মউ তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে?

জানি না, কার কি যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে

জীবন, চলছে না আর সোজা পথে
দেখো আজ হাসি কোনো মতে
বেঁচে আছি বলি হতে হতে

হয়ত, মরে গেলে হত বেশি ভালো
কেন এত সুখ ফেল গেল?
জীবনের সেরা স্মৃতি গুলো

স্মৃতি এসে রোজ দরজাতে
করা নাড়ে আর হাত পাতে
আর ভেঙ্গে পরে কান্নাতে

উত্তপ্ত হয়ে দিশেহারা
তার ভয় হয়ে ঘর ছাড়া
দিপলায়নে আস্কারা - আমায়

এই প্রাণ এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বল?
শেষ হয়ে গেল পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বল ঘৃনা করবে কি প্রিয়তমা?
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজ টা দিতে জমা

এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে! ফুটেছে হাস্নুহানা - তাকাও!

জীবন, চলছে না আর সোজা পথে
দেখ আজও হাসি কোনো মতে
বেঁচে গেছি বলি হতে হতে

হয়ত, মরে গেলে হত বেশি ভালো
কেন এত সুখ ফেল গেল?
জীবনের সেরা স্মৃতি গুলো

এই প্রাণ এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বল?
শেষ হয়ে গেল পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

No comments:

Post a Comment