Tuesday, 24 September 2013

Fossils - Sono amra ki sobai

Fossils - Sono amra ki sobai

Band Name: Fossils
Song Name: Sono amra ki sobai

শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারিনা 
যত পুরনো অতীত ভুলে যেতে পারিনা 
জানি নিস্ব সে দিনে সুপ্ত ছিল চেতনা 
আসলে তুচ্ছ সে বিবাদ ... অবদমিত বেদনা।

শোন কে ডেকে যায় আমায় 
ডেকে আমায় স্বাগত জানায় 
ভবিষ্যতের 
শরিফ হতে

এ এ এ 
দেখো কে দিচ্ছে হাতছানি 
সামনে সুদিন আমি জানি 
পারবে কি তুমি 
আমার সঙ্গী হতে

জানি নিঃস্ব ছিলে তুমি 
রণক্লান্ত আমিও 
আর যুদ্ধ জিতে ফিরে
শান্তিতে ঘুমিও 
আর স্বপ্নের আকাশে 
যদি রামধনু ওঠে 
কাল গাইতেই পারে গান 
সব শত্রু একজোটে 

শোন আমরা কি সবাই ... 

সোজাসোজি আজ তর্ক হোক 
চোখে চোখ রেখে দিই ধমক 
বয়ে যায় একলা
ট্রালালা লা ট্রালালা 
এ এ 
মনের সব অন্ধকার মনে 
ভুল বোঝাবুঝি জল বোনে 
আমার বিশ্বাস নেই আর ক্ষমায় 
আসো শাস্তি দিই তোমায় 

এই গানটাই হতে পারে 
বন্ধুত্বের হাতকড়া 
গানটাই ভোলাতে পারে 
সব অভিযোগ মনগড়া 
অপমানের ক্যাকটাস-এ ক্ষতবিক্ষত স্মৃতিটা 
ভুলে এখানেই টেনে দিই 
সব ঝগড়ার ইতিটা। 

No comments:

Post a Comment