কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
অস্রু বিভোর তবু জানেনা কেন সে কাঁদে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোজে আমাকে
লা লা লা লা...
ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হো হো হো হো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়
ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হো হো হো হো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়
ওকে লাগে ভয় আমার,
কাছে গিয়ে কেন আবার আসি ফিরে, শিক্ত শরীরে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোজে আমাকে
লা লা লা লা, লা লা লা লা
লা লা লা লা, লা লা লা লা...
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
অস্রু বিভোর তবু জানেনা কেন সে কাঁদে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোজে আমাকে
লা লা লা লা...
ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হো হো হো হো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়
ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হো হো হো হো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়
ওকে লাগে ভয় আমার,
কাছে গিয়ে কেন আবার আসি ফিরে, শিক্ত শরীরে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোজে আমাকে
লা লা লা লা, লা লা লা লা
লা লা লা লা, লা লা লা লা...
nothing to say. I'm dry, I cried .Extraordinary
ReplyDeleteThanks for the Lyrics in Bengali...
ReplyDeleteAwesome 🙂
ReplyDeleteঅসাধরন
ReplyDelete