Friday, 17 July 2015

Ruupam Islam - Swapno Vangar

স্বপ্ন ভাঙ্গার পৃথিবীতে
স্বপ্ন হয়ে এলে তুমি
স্বপ্ন দেখার, স্বপ্ন একার
বদলে দিলে তুমি।

মায়াবলে হোক না চলে
ঢেকে দিলে স্বাধীন আকাশ
স্বাধীনতা মিথ্যেকথা
আমার রক্তে হাসে ক্রীতদাস।

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

রাত্রি তোমার রাত্রি আমার
মিলে মিশে হয় একাকার
রাত্রি ডাকে, স্বপ্ন ডাকে
স্বপ্ন ঢাকে সব অন্ধকার
দেখ দেওয়াল ছবি আকে। 

জেগে উঠে চুপি চুপি
সুখি সময় বোবা হলে
বলবে কথা শিলা লিপি
কালকে সকাল মেঘলা হবে
বৃষ্টি হবে স্বপ্ন আমার 
সত্যি হলে।
কেউ গেছে বলে। 

মায়াবলে হোক না চলে
ঢেকে দিলে স্বাধীন আকাশ
স্বাধীনতা মিথ্যেকথা
আমার রক্তে ভাসে ক্রীতদাস।
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

No comments:

Post a Comment