Friday, 17 July 2015

Rupam Islam - Cholo Aaj Dekhbo tomar

চল আজ দেখব তোমার বাড়ি
চল আজ দেখব তোমার ঘর
লা লা লা লা
চল আজ চিনব আবার জীবন
চল আজ অনেক দিনের পর...
লা লা লা লা
চল আজ দেখব তোমার বাড়ি
চল আজ দেখব তোমার ঘর
লা লা লা লা
চল আজ চিনব আবার জীবন
চল আজ অনেক দিনের পর...
লা লা লা লা

চল দিই অনেক পথের পারি
ফেলে যাই অতীতের শহর...
শহরেই মৃত্যু আসবে জানি
অবশ্য জীবন চেনার পর
চল দিই অনেক পথের পারি
ফেলে যাই অতীতের শহর...
শহরেই মৃত্যু আসবে জানি
অবশ্য জীবন চেনার পর
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল...
লা লা লা লা

চল আজ কিনব স্বাধীনতা
ঝড়িয়ে অনেক চোখের জল...
লা লা লা লা

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**



বলনি কোথায় তুমি থাক
বলনি কোথায় তোমার বাস
বলেছ অনেক কালো রাখ
সে ঘরে অনেক লীলাকাশ...
জানই তো আকাশ প্রেমিক আমি
আকাশকে স্পর্শ করতে বাঁচায়
আমারি গিটার চিৎকার
কতদিন সইবে গুমোট খাঁচা
চল সেই স্টেশন কোথায় স্টেশন
খুজে নিই ছুটির প্ল্যাটফর্ম
লা লা লা লা
লাগেজের হ্যাঙ্গাম নেই কোনো
আমি আজ একা একদম...
লা লা লা লা
চল সেই স্টেশন কোথায় স্টেশন
খুজে নেই ছুটির প্ল্যাটফর্ম
লা লা লা লা
লাগেজের হ্যাঙ্গাম নেই কোনো
আমি আজ একা একদম...
লা লা লা লা
না না না গিটার আছে সাথে
আর আছে গিটারে সাত সুর
সুর আমার সঙ্গে সঙ্গে যাবে
আপত্তি করনা বন্ধু...
চল দিই অনেক পথের পাড়ি
ফেলে যাই অতীতের শহর...
শহরে মৃত্যু আসবে জানি
অবশ্য ফিরে আসার পর
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল...
লা লা লা লা
চল আজ কিনব স্বাধীনতা
ঝড়িয়ে অনেক চোখের জল...
লা লা লা লা

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

No comments:

Post a Comment