Sunday, 19 August 2018

Nemesis - Fossils

Bangla Band: Fossils

Song Name: Millenium


শেষবার যদি সুযোগ দিই  তোমায়
বলো তুমি বদলে যাবে তো
এক সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে
কোনো ছুতোয় বাজার দর বাড়িয়ে
বন্ধক দেবে শয়তান কে কালো আত্মা তোমায়
জানি না সব্বাই তোর মতন কিনা 
অর্থাৎ তোর মতোই দামি না
মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না
নেশা আর পেশা এক হয়ে গেছে তোর
কালশিটে চোখে জেগে জেগে রাত ভোর 
তোকে ভেবে আগে দাঁড়াতাম আজকাল ভাবতে পারিনা

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই উড়বি ভেবেছিস প্রদেশীর
আজ তোর হয়তো জানা নেই দৃষ্টান্ত আছে সামনেই
একদম শেষে হানা দেয় নেমেসিস্
আ....তুই কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই ডানা মেলেছিস প্রদেশীর
সময় নিজের খেয়ালে কষ্ট নিচ্ছে দেয়ালে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস্
তোকে ধ্বংস করতে আসছে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস্
তোকে ধ্বংস করতে আসছে...

No comments:

Post a Comment